LAKE CIRCUS GIRLS' HIGH SCHOOL
ঢাকার ব্যস্ততম এবং বহুল পরিচিত স্থানের মধ্যে সর্বাধিক পরিচিত হচ্ছে পান্থপথ। এর এখানেই মানে এর প্রাণকেন্দ্রে অবস্থিত হচ্ছে লেক
সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় (LAKE CIRCUS GIRLS' HIGH SCHOOL)। লেক
সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়টি ১৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে নারী শিক্ষায় অগ্রগামী ভূমিকা পালন করে
আসছে। গুলবাগ হাউজিং সোসাইটির পক্ষ থেকে ৬৬ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ও বাংলা মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়।
শিক্ষাক্রম
এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়।
সুবিধা সমূহ
- শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব রয়েছে।
- প্রতি বছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
- খেলাধুলার জন্য মাঠ রয়েছে।
- প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যাবেন যেভাবে:
পান্থপথ চৌরাস্তায় নেমে আপনাকে যেতে হবে লেকসার্কাস আবাসিক এলাকায় পথে মিরপুর রোডের দিকে। (গ্রীণরোডে যাবার দরকার নেই) এক মিনিট হাটলেই পেয়ে যাবেন বিদ্যালয়টি। এটি কলাবাগান হিসেবেই বহুল পরিচিত।
No comments