সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে, ১৪৮ নিউ বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (Siddheswari girl's College)  একটি আদর্শ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। নারী শিক্ষা প্রসারে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৬০০০ ছাত্রী অধ্যয়ন করছে। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পাস কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরুর দিকের অধিভুক্ত বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, সমাজকর্ম, উদ্ভিদবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনা করছে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এ কলেজের ছাত্রীরা বরাবরই মেধাতালিকায় স্থান অর্জন করে। আধুনিক গবেষণাগার, বিশাল লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব, সুপরিসর হোস্টেল সুবিধাসহ দৃষ্টিনন্দন ক্যাম্পাসে ছাত্রীরা শ্রেণিকক্ষ কেন্দ্রিক লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে থাকে। দীর্ঘ সময়ের পরিক্রমায় এ কলেজে গড়ে উঠেছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। নারীদের কর্মসংস্থান বিবেচনা করে সম্ভাবনাময় আরো নতুন নতুন বিষয়ে অনার্স কোর্স চালুর পরিকল্পনা কলেজ কর্তৃপক্ষের রয়েছে।


পথ নির্দেশ:

মগবাজারের  শান্তিনগর মোড়ে নেমে অফিসার্স ক্লাবে যাবার পথে । হেঁটে যাওয়া পথ সর্বোচ্চ ৪-৫ মিনিট লাগবে। আপনি মগবাজার বা মৌচাকে নেমেও যেতে পারবেন।  

No comments

Theme images by zxcynosure. Powered by Blogger.