সরকারী বিজ্ঞান কলেজ
সরকারী বিজ্ঞান কলেজ (ইংরেজি:Government Science College )
বাংলাদেশের ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত। প্রথমে ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ নাম ছিল। ০৯ একর ভূমির উপর স্থাপিত এই কলেজ। এটিতে বিজ্ঞান ও ব্যবসায়ে শিক্ষা বিষয়ের উপরও পাঠদান করে। এখানে এইচ এস সি পর্যন্ত অধ্যয়নের সুযোগ আছে। কলেজে প্রকৌশল অঙ্কন বিষয়টি পড়ার সুযোগ রয়েছে।
ইতিহাস
কলেজটি ১৯৫৪ খ্রিস্টাব্দে টেকনিক্যাল হাই স্কুল নামে যাত্রা শুরু করে। ১৯৬২ খ্রিস্টাব্দে ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ হিসেবে পুন:নামকরন করা হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দে বি.এসসি কোর্স চালুর মাধ্যমে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে।[১] ২০০৯ সাল থেকে এই কলেজে বিজ্ঞান বিভাগের পাশপাশি ব্যবসায় শিক্ষা বিভাগটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২০১৩ সনে তা আবার বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৫ সাল থেকে ব্যবসা বিভাগ কে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কলেজটি ১৯৫৪ খ্রিস্টাব্দে টেকনিক্যাল হাই স্কুল নামে যাত্রা শুরু করে। ১৯৬২ খ্রিস্টাব্দে ইন্টারমেডিয়েট টেকনিক্যাল কলেজ হিসেবে পুন:নামকরন করা হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দে বি.এসসি কোর্স চালুর মাধ্যমে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে কার্যক্রম শুরু করে।[১] ২০০৯ সাল থেকে এই কলেজে বিজ্ঞান বিভাগের পাশপাশি ব্যবসায় শিক্ষা বিভাগটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২০১৩ সনে তা আবার বন্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৫ সাল থেকে ব্যবসা বিভাগ কে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিভাগ সমূহ
বিজ্ঞান বিভাগ
পঠিত বিষয় সমূহঃ বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এবং প্রকৌশল অঙ্কন। উল্লেখ্য, যে স্বল্প সংখ্যক কলেজে প্রকৌশল অঙ্কন বিষয়টি পড়ার সুযোগ রয়েছে, তার মধ্যে সরকারি বিজ্ঞান কলেজ অন্যতম।
বিজ্ঞান বিভাগ
পঠিত বিষয় সমূহঃ বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এবং প্রকৌশল অঙ্কন। উল্লেখ্য, যে স্বল্প সংখ্যক কলেজে প্রকৌশল অঙ্কন বিষয়টি পড়ার সুযোগ রয়েছে, তার মধ্যে সরকারি বিজ্ঞান কলেজ অন্যতম।
ভর্তি ও বেতন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক জারীকৃত নীতিমালা অনুযায়ী ভর্তি করা হয়ে থাকে কলেজে। সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ফি নেয়া হয় ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক জারীকৃত নীতিমালা অনুযায়ী ভর্তি করা হয়ে থাকে কলেজে। সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ফি নেয়া হয় ।
শ্রেণি ও শাখা
আটটি শাখায় একশত পঞ্চাশজন করে মোট বারশত ছাত্র এখানে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।
আটটি শাখায় একশত পঞ্চাশজন করে মোট বারশত ছাত্র এখানে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।
পোশাক
গাঢ় নীল শার্ট, অফ হোয়াইট প্যান্ট, কালো মোজা, কালো জুতা, আর শীতের সময়ে নীল সোয়েটার।
গাঢ় নীল শার্ট, অফ হোয়াইট প্যান্ট, কালো মোজা, কালো জুতা, আর শীতের সময়ে নীল সোয়েটার।
আবাসন ব্যবস্থা
কলেজের সর্বমোট দুটি হোষ্টেল রয়েছে। প্রথম বর্ষের ছাত্রদের জন্য ড. কুদরত-ই-খুদা হোষ্টেল ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য কাজী নজরুল ইসলাম হোষ্টেল রয়েছে।
কলেজের সর্বমোট দুটি হোষ্টেল রয়েছে। প্রথম বর্ষের ছাত্রদের জন্য ড. কুদরত-ই-খুদা হোষ্টেল ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য কাজী নজরুল ইসলাম হোষ্টেল রয়েছে।
সহশিক্ষা কার্যক্রম
ছাত্রদের পড়াশোনার পাশাপাশি নৈতিক উন্নয়ন ও তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষে চালু আছে সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুন (GSCBNCC) এছাড়া ছাত্রদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে কলেজের নিজস্ব বিতর্ক ক্লাব 'সরকারী বিজ্ঞান কলেজ বিতর্ক ক্লাব' (GSCDC), সরকারী বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব (GSCSC)[তথ্যসূত্র প্রয়োজন] ও সংস্কৃতিক ক্লাব রয়েছে। প্রতিটি উল্লেখযোগ্য দিন যথাযথ মর্যাদার ও নির্দিষ্ট কর্মসূচীর সাথে পালন করা হয়ে থাকে।
ছাত্রদের পড়াশোনার পাশাপাশি নৈতিক উন্নয়ন ও তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষে চালু আছে সরকারি বিজ্ঞান কলেজ বিএনসিসি প্লাটুন (GSCBNCC) এছাড়া ছাত্রদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে কলেজের নিজস্ব বিতর্ক ক্লাব 'সরকারী বিজ্ঞান কলেজ বিতর্ক ক্লাব' (GSCDC), সরকারী বিজ্ঞান কলেজ বিজ্ঞান ক্লাব (GSCSC)[তথ্যসূত্র প্রয়োজন] ও সংস্কৃতিক ক্লাব রয়েছে। প্রতিটি উল্লেখযোগ্য দিন যথাযথ মর্যাদার ও নির্দিষ্ট কর্মসূচীর সাথে পালন করা হয়ে থাকে।
Source:
1. Wikipedia
1. Wikipedia
পথ নির্দেশ:
ফার্মগেইট থেকে হেঁটে যেতে সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। ফার্মগেইট ওভারব্রীজ থেকে তেজতুরী বাজার রোড হয়ে সামনে ২ মিনিট এগোলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত কলেজটি। কলেজটি আপনার হাতের বামে পড়বে। মেইন গেইট এর আগেই আপনি কলেজের আবাসিক হল পাবেন।
No comments