মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক শাখা)

মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজটি (বালক শাখা;Mirpur Bangla High School and College ),  বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বিদ্যালয়। বিদ্যালয়টির ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শাখা বিদ্যালয় রয়েছে। এটি MBHSC বা "বাংলা স্কুল" নামে ও পরিচিত। ছাত্র- ছাত্রীরা এই বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। ঢাকা শিক্ষা বোর্ড, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বিষয়গুলি পড়ানো হয়ে থাকে।
বিদ্যালয়টির শাখ ২টির একটি মিরপুর-১১(বালক) ও মিরপুর-৬ (বালিকা) এ অবস্থিত।

পথ নির্দেশ:

মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক শাখা)  যেতে আপনি মিরপুর -১০ নম্বর গোল চত্ত্বর থেকে মিরপুর যাবার পথে মেইস রাস্তা ধরে ৪-৫ মিনিট হাটলেই একটি ওভারব্রীজ পাবেন। ওভার ব্রীজের সাথেই হাতের ডান পাশে আপনি মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গেইট পাবেন যেটিতে বালক শাখা র কার্যক্রম পরিচালিত হয়।

1 comment:

  1. আপনাদের স্কুল কোড নং ?

    ReplyDelete

Theme images by zxcynosure. Powered by Blogger.