এ.কে. স্কুল এন্ড কলেজ, দনিয়া
বিদ্যালয় প্রাতিষ্ঠানিক শিক্ষার্জনের একটি সুপ্রশস্ত পরিমন্ডল। জ্ঞানের পবিত্র আলো জ্বালিয়ে যে
বিদ্যালয়টি বহুদিন ধরে মানুষ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে তার নাম এ. কে. উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় বহু কৃতি ছাত্র- ছাত্রী তৈরী করেছে।
বিদ্যালয়টি বহুদিন ধরে মানুষ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে তার নাম এ. কে. উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় বহু কৃতি ছাত্র- ছাত্রী তৈরী করেছে।
প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস :(A.K. School & College, Dania) প্রতিষ্ঠানটি প্রথমে ক্লাবঘর ছিল। দনিয়া এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের
ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭১ সনে জুনিয়র স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮১ সনে এসএসসি পরীক্ষায় ১ম বৎসর
অংশগ্রহণ করে সুনাম অর্জন করে। ১৯৯৫ সনে বিদ্যালয়টি কলেজ হিসাবে অনুমোদন লাভ করে এবং ২০০৭ সালে
২য় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম এর দক্ষ ও সুদৃঢ় প্রশাসনিক ও
প্রাতিষ্ঠানিক কাঠামোসহ অভিজ্ঞ ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বৎসরই পাবলিক পরীক্ষায় মেধাস্থান
সহ কৃতিত্বের সহিত সম্মান লাভ করিতেছে।
ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭১ সনে জুনিয়র স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮১ সনে এসএসসি পরীক্ষায় ১ম বৎসর
অংশগ্রহণ করে সুনাম অর্জন করে। ১৯৯৫ সনে বিদ্যালয়টি কলেজ হিসাবে অনুমোদন লাভ করে এবং ২০০৭ সালে
২য় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান অধ্যক্ষ জনাব আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম এর দক্ষ ও সুদৃঢ় প্রশাসনিক ও
প্রাতিষ্ঠানিক কাঠামোসহ অভিজ্ঞ ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বৎসরই পাবলিক পরীক্ষায় মেধাস্থান
সহ কৃতিত্বের সহিত সম্মান লাভ করিতেছে।
তথ্য: ওয়েবসাইট, দনিয়া এ.কে. স্কুল এন্ড কলেজ।
যাবার উপায়:
আপনি এই স্কুলে যেতে চাইলে দনিয়াগামী বাসে উঠে দনিয়া নেমে যেতে হবে। আবার আপনি যাত্রাবাড়ী থেকেও যেতে
পারবেন। এজন্য প্রথমে যাত্রাবাড়ী গিয়ে আপনাকে দনিয়াগামী বাসে উঠে দনিয়া নামতে হবে। আপনি শিখর
পরিবহনে সরাসরি দনিয়া যেতে পারবেন। সেখানে থেকে যে কাউকে বললেই আপনাকে বলে দিবে। একদম
কাছাকাছি। পায়ে হেটে ৪-৫ মিনিট লাগবে।
পারবেন। এজন্য প্রথমে যাত্রাবাড়ী গিয়ে আপনাকে দনিয়াগামী বাসে উঠে দনিয়া নামতে হবে। আপনি শিখর
পরিবহনে সরাসরি দনিয়া যেতে পারবেন। সেখানে থেকে যে কাউকে বললেই আপনাকে বলে দিবে। একদম
কাছাকাছি। পায়ে হেটে ৪-৫ মিনিট লাগবে।
Nice effort. I think gradually you will be doing better.
ReplyDeleteAll the best.
Thanks a lot brother
Delete