ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়

অত্র ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়টি (National Bangla High School) রাজধানী শহর ঢাকার গুরুত্বপূর্ণ মিরপুর ২ নং সেকশনের প্রানকেন্দ্রে অবস্থিত। ১৯৬৬ সালএই বিদ্যালয়টি উর্দূ মিডিয়াম দিয়ে যাত্রা শুরু করে। কালক্রমে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলা মিডিয়ামে প্রবর্তিত হয়।
বহুদিন যাবত বৃহত্তর মিরপুরে এই বিদ্যালয়টি একমাত্র এস,এস,সি, পরীক্ষার কেন্দ্র হিসেবে সকল ঢাকাবাসীর কাছে পরিচিত। বর্তমানে ও এস,এস,সি, পরীক্ষার কেন্দ্র বিদ্যমান। বিদ্যালয়টি বর্তমানে আদর্শবান, সুদক্ষ ও অভিজ্ঞ নবীন-প্রবীন এক ঝাঁক শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। আছে দক্ষ একটি পরিচালনা পর্ষদ। লেখাপড়ার পাশাপাশি খেলধূলা সহ সাংস্কৃতিক কর্মকান্ডে ও রয়েছে যথেষ্ট সুনাম। বয়স্কাউট,গার্লস গাইডে্র কার্যক্রম ও রয়েছে সুনামের সাথে বিদ্যমান।
দেশ যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বের আধুনিকতার সাথে সমতা রেখে তথ্যপ্রযুক্তি ব্যবহারর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনি আমরা আমাদের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় শিক্ষাবোর্ডকে সহযোগিতায় স্বতন্ত্র ও নিজস্ব ওয়েব-সাইট চালু করছি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রনালয় সহ ঢাকা শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের সকলের মঙ্গল কামনা করছি।

 






পথনির্দেশ:

মিরপুর -2  
এ ওভারব্রীজ এর নিচে নেমে একদম মেইন রাস্তার সাথেই ।


No comments

Theme images by zxcynosure. Powered by Blogger.