মডেল হাই স্কুল ,খিলগাঁও (Model high school, khilgaon )
খিলগাঁও বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা জেলার একটি থানা। এর উত্তরে বাড্ডা থানা, দক্ষিণে মতিঝিল, সবুজবাগ ও ডেমরা থানা, পূর্বে রূপগঞ্জ উপজেলা এবং পশ্চিমে রমনা ও তেজগাঁও থানা অবস্থিত।
এখাকার বিখ্যাত স্কৃলটি হচ্ছে মডেল হাই স্কুল ,খিলগাঁও।
পথ নির্দেশ
আপনি মালিবাগ রেলওয়ে বাস স্টান্ড থেকে অতীশ দীপঙ্কর রোড হয়ে সোজা কিছুদূর গেলে আপনি আপনার হাতের বামে খিলগা্ও শাহী মসজিদ পাবেন। আপনি ঠিক এই রাস্তা দিয়ে কিছুদূর গেলে হাতের বামে মোড় পাবেন। বাংলাদেশ আইডিয়াল কলেজের মোড় বলেও পরিচিত। এবার এই রাস্তা দিয়ে পুলিশ ফাঁড়ি রোড হয়ে হাটুন। আপনি বোস্টন স্কুল এন্ড কলেজ পাবেন। এই মোড়ে হাতের ডানে যেতে হবে। গেলে আপনি মেইন রাস্তা পাবেন। এইখান থেকে হাতের ডানে ঘুরে ২ মিনিট হাটুন। থাক অনেক হেটেছেন। আর না, কারণ স্কুল টি আপনার হাতের বামেই।
No comments:
Post a Comment