Monday, 26 March 2018

লালমাটিয়া মহিলা কলেজ



৯৬৬ সালে লালমাটিয়া মহিলা কলেজটি (Lalmatia Girls’ College) প্রতিষ্ঠিত হয়। এখন ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস, সম্মান, মাস্টার্স প্রিলিমিনারি এবং ফাইনাল কোর্স রয়েছে এখানে।



পথনির্দেশ

আসাদ গেট মোড় থেকে ২০০ গজ পশ্চিমে কলেজটির অবস্থান। আপনাকে আসাদ গেইটে এ আরং  এ নেমে আরং এর পাশের রাস্তা ধরে লালমাটিয়া খেলার মাঠের পাশে দিয়ে সোজা রাস্তা ধরে সামনে কিছুটা গিয়ে বামে মোড় নিন।  এবার সামনে যে রাস্তা (Zakir Hussain Road) পাবেন সেটির বামে ঘুরলেই কলেজটির প্রধান ফটক। 
Block-B, Zakir Hussain Road, Lalmatia, Dhaka 1207


No comments:

Post a Comment